পটুয়াখালীর কলাপাড়ায় র্যাবের অভিযানে জব্দকৃত ৬ লাখ ৬৬ হাজার ৯৮ পিস ইয়াবা ধ্বংস করে দেয়া হয়েছে। আজ রবিবার শেষ বিকেলে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম ইমরানুর রহমানের উপস্থিতিতে ইয়াবার এ বিশাল চালান ধ্বংস করা হয়।
এসময় র্যাব পটুয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তাজুল ইসলাম, কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মো. আলী আহম্মেদসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ৫ অক্টোবর কলাপাড়ার শেখ কামাল সেতুর কুয়াকাটাগামী সড়কের টোল পয়েন্ট থেকে র্যাবের অভিযানে একটি প্রাইভেটকার থেকে ইয়াবার এ বিশাল চালান আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার