ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে রবিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রাকচাপায় লিয়াকত আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শিবালয়ের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, রাতে রিকশায় করে নিজ বাড়ি যাচ্ছিলেন লিয়াকত আলী। মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক রিকশাটিকে চাপা দিয়ে চলে যায়।
পরে গুরুতর আহতাবস্থায় রিকশা চালক ও লিয়াকত আলীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকত আলীকে মৃত ঘোষণা করেন। ওই ট্রাকটি চালকসহ আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
লিয়াকত আলী শিবালয় উপজেলার বাইলকান্দি এলাকার বাসিন্দা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ