নিখোঁজের দুই দিন পর পটুয়াখালীর গলাচিপায় পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। তার নাম বাদল মোল্লা (৩৫)।
আজ সোমবার সকালে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর আমখোলা এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা কী না জানাতে পারেনি পুলিশ।
গলাচিপা থানার ওসি আক্তার মোর্শেদ জানান, উত্তর আমখোলা এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে বাদল দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। সকালে এলাকাবাসীর খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিল বলে দাবি করেন ওসি।
পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানান, হাত-পা বাঁধা অবস্থায় পুকুর থেকে ভারসাম্যহীন ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।
বিডি প্রতিদিন/ফারজানা