ঝিনাইদহে অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে হরিণাকুন্ডু উপজেলার ফলসী গ্রামের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে ধানক্ষেতে গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
অজ্ঞাত সেই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি ছিল। দুর্বৃত্তরা অন্য কোন স্থান থেকে ধরে এনে গলা কেটে হত্যার পর ফেলে গেছে বলে ধারনা পুলিশের।
বিডি প্রতিদিন/ফারজানা