কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে দেবিদ্বার উপজেলা এলাহাবাদ এলাকায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় রহিমা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন।
দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, সড়ক পারাপার হতে গিয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় ওই নারী নিহত হয়। রহিমা বেগম দেবিদ্বার জয়পুর গ্রামের আবু ইউছুপের স্ত্রী।
এদিকে চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, চৌদ্দগ্রাম উপজেলার বীরচন্দ্রনগর এলাকায় সোমবার এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত পুরুষ ব্যক্তি একজন মানসিক রোগী। সকালের দিকে সড়কে ঘুরাঘুরি করা সময় ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার