বাগেরহাটের দাকোপ উপজেলার কাটাকালী ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির দুইটি তক্ষক উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। উদ্ধারকৃত তক্ষক দুটির আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯৮ লাখ টাকা বলে দাবি করেছে কোস্টগার্ড। পরে সোমবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এর আগে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে তক্ষক দুটি উদ্ধার করা হয়।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন আবদুল্লাহ আল মাহমুদ জানান, পাচারকারীরা বন্যপ্রাণী নিয়ে দাকোপ উপজেলার কাটাকালী ঘাট এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা রবিবার রাতে অভিযানে নামে। পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌছালে পাচারকারীরা প্লাস্টিকের ঝুড়িতে রাখা তক্ষক দুইটি ফেলে পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন