সুনামগঞ্জে হোরোইন ব্যবসায় জড়িত থাকার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় তাহির মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। আজ সোমাবর সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামির বিরুদ্ধে রায় দেন। আট বছর পূর্বের এই মামলায় তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস সশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ব্রাহ্মণাবাড়িয়া জেলার সরাইল উপজেলার ফরমানপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
মামলার অপর তিন আসামি- আব্দুল কুদ্দুস, ইউনুছ মিয়া ও মো. আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সুহেল আহমদ ছইল মিয়া জানান, ২০১০ সালের ১৩ জুলাই সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্ট থেকে ২০০ গ্রাম হেরোইনসহ চারজনকে আটক করে র্যাব ৯-এর একটি দল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশীট) দেয় পুলিশ।
তিনি আরও বলেন, মামলার প্রধান আসামি যাবজ্জীবন সাজাপ্রপ্ত তাহির মিয়া জামিন নিয়ে পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতেই বিচার কাজ শেষ হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার