Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২২ জানুয়ারি, ২০১৯ ১৬:৩০

বরিশাল শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন

বরিশাল অক্সফোর্ড মিশন হাইস্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এবং স্কুলের প্রধান শিক্ষক পলিসুন গুদাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, অক্সফোর্ড মিশন হাইস্কুলের ডিজিটাল ল্যাবে একটি প্রজেক্টর এবং একটি ল্যাপটপ রয়েছে। এই ল্যাপটপের মাধ্যমে স্কুলের আগ্রহী শিক্ষার্থীদের ১২দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হয়েছে।

কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, এক্সেস এবং পাওয়ার পয়েন্টের কাজ শেখানো হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।

বিডি প্রতিদিন/ফারজানা


আপনার মন্তব্য