চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে ১১ কেজি ৮০০ গ্রাম (এক হাজার ১১ ভরি) রূপার গহনাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টায় দিকে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ১২ লাখ ১১ হাজার টাকা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. ইমাম হাসান জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার রুদ্রনগর ইটভাটার কাছে অভিযান চালানো হয়। এসময় এক মোটরসাইকেল আরোহীকে থামানোর চেষ্টা করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে তল্লাশি করে লুকিয়ে রাখা ১১ কেজি ৮০০ গ্রাম রূপার গহনা পাওয়া যায়।
বিজিবি পরিচালক আরো জানান, জব্দকৃত রূপার গহনা ও মোটরসাইকেল কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন