লক্ষ্মীপুরের রায়পুরে পাচারকালে ১ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় অভিযানের খবর টের পেয়ে জাটকার সাথে সংশ্লিষ্ট জেলে ও ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। আকটকৃত জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, অসহায় ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার ১নং ইউনিয়নের জালিয়ার চর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার কেজি জাটকা আটক করা হয়। অভিযানের খবর টের পেয়ে জেলে ও জাটকা ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার কারণে কাউকে গ্রেফতার করা যায়নি। আকটকৃত জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, অসহায় ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।
রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা মোঃ বেলায়েত হোসেন ও কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের কমান্ডেন্ট অফিসার মোঃ কামাল হোসেন জানান, গভীর রাতে জাটকার একটি বড় চালান পাচার হবার গোপন সংবাদ পেয়ে অভিযান চালাই। এতে ১ হাজার কেজি জাটকা আটক করা হয়েছে। তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা যায়নি। মেঘনা নদীতে কারেন্ট জাল ধরতে অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ