ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক, জঙ্গিবাদ ও ধর্ষণকে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা। তারা শপথ নিয়েছেন নিয়মিত পড়াশোনা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার।
এছাড়া ধুমপান অথবা মাদক সেবন না করা এবং ছেলের ২১ বছর ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার শপথও নিয়েছেন। শনিবার সকালে আখাউড়া পৌর শহরের দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে লাল কার্ড প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও লাল সবুজ উন্নয়ন সংঘ কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সোহরাব সজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুল আমীন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, স্থানীয় কমিশনার মো. বাবুল মিয়া, সাংবাদিক মো. নুরুন্নবী ভূইয়া, সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহি ও সদস্য রাকিবুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ওসি রসুল আহমদ নিজামী।
বিডি প্রতিদিন/হিমেল