ফণীর প্রভাবে ঝড়-বৃষ্টি হওয়ায় খুলনার উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙেছে। খুলনার উপকূলীয় উপজেলা কয়রা, দাকোপ ও বটিয়াঘাটায় বেশ কয়েকটি এলাকার নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গাছ ও গাছের ঢাল ভেঙেছে।
শুক্রবার গভীর রাতে ওইসব এলাকার বেড়িবাঁধগুলোতে ভাঙন ধরলে এলাকাবাসী তা মেরামত করেন। তবে জোয়ারের কারণে এখন পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙনের স্থানগুলো প্রবল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের খুলনার প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, পানি উন্নয়ন বোর্ড বাঁধ রক্ষায় কাজ করছে।
খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, ঘূর্ণিঝড় ফণী শক্তি হারাতে হারাতে বাংলাদেশে দুর্বল হয়ে আঘাত হেনেছে। শনিবার সকাল ৯টায় ঘূর্ণিঝড়টি খুলনা অতিক্রম করেছে। এর প্রভাবে প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন