বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার বিকেলে মোংলায় ৭নম্বর বিপদ সংকেত নামানোর পরে ৬টা থেকে ফেরী চলাচল শুরু হয়। দুরপাল্লার পরিবহন চলাচলও শুরু হয়েছে। ঘূর্ণীঝড় ফণীর প্রভাবে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও নদী উত্তাল থাকায় শুক্রবার বিকেল ৩টা থেকে ফেরী বন্ধ রাখা হয়েছিল।
উপজেল নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ঘূর্ণীঝড় ফণীর আঘাতে পানগুছী নদীর তীরবর্তী ৬টি গ্রাম কমবেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌরসভার ২ নং ওয়ার্ড এলাকায় বাশের পায়লিং আংশিক ভেসে গেছে। টিনের চালা উড়ে গেছে একটি মাধ্যমিক বিদ্যালয়ের। ক্ষয়ক্ষতির পরিমান এখনো পুরোপুরি জানা যায়নি।
কুমারিয়াজোলা গ্রামে ৩টি কাঁচা ঘর ভেঙ্গে পড়েছে। নদীতে ধ্বসে গেছে বহরবুনিয়ার ৩ কিলোমিটার কাচা রাস্তা। শনিবার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান বন্ধ ছিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন