জামালপুর সদরের তুলশীরচরে নিখোঁজের ৩ দিন পর ধানক্ষেত থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তুলশীরচর ইউনিয়নের আনন্দবাজার এলাকা থেকে লাশিট উদ্ধার করা হয় বলে জানান বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর জাহিদুল হক।
নিহত জাহাঙ্গীর আলম (২৫) জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের টেবিরচর পূর্বপাড়া গ্রামের ফুল মাহমুদের ছেলে।
ইন্সপেক্টর জাহিদুল হক জানান, বুধবার দুপুরে তুলশীরচর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় খালের পাশে একটি ধানক্ষেতে জাহাঙ্গীর আলমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে জাহাঙ্গীরের গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত জাহাঙ্গীর ৩ দিন আগে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। সে ৩ মাস ইরাকে থাকার পর ট্রাভেল এজেন্সির প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে গত ৮ মাস আগে দেশে ফিরে আসেন।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৯/মাহবুব