নরসিংদীর রায়পুরা নিজ বসত ঘর থেকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর দক্ষিণ পাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই সন্তানের জননী হ্যাপী বেগম মালয়েশিয়া প্রবাসী দুলাল মিয়ার স্ত্রী।
পুলিশ জানিয়েছে, গোপীনাথপুর গ্রামে প্রবাসীর স্ত্রী হ্যাপী বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে বসত ঘর থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।
রায়পুরা থানার ওসি (অপারেশন) মোজাফর হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৯/মাহবুব