ঈদকে সামনে রেখে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা অবস্থার মধ্যে হরিণের মাংসসহ শিকারী চক্রের এক সদস্যকে আটক করেছে বন বিভাগ। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের ২৪ নম্বর কম্পার্টমেন্টের তেঁতুলবাড়িয়া এলাকা থেকে ১০ কেজী মাংসসহ বাদশা শিকদার (৫৫) নামের ঐ শিকারীকে আটক করা হয়।
আটক শিকারী বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের মৃত আবুল হাশেম শিকদারের ছেলে। তার বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. শামছুল হক জানান, একটি সংঘবদ্ধ শিকারী দল বনের তেঁতুলবাড়িয়া এলাকা থকে হরিণ শিকার করে মাংস পাচার করার গোপন সংবাদ পেয়ে সন্ধ্যার দিকে ঐ এলাকায় অভিযান চালানো হয়। পরে দশ কেজি মাংসসহ বাদশাকে আটক করা হয়। এসময় দলের অন্য দুই-তিনজন শিকারী গহীন বনে পালিয়ে যায়।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন বলেন, ঈদকে সামনে রেখে শিকারীদের তৎপরতা বাড়তে পারে এই আশঙ্কায় বনকর্মীদের ছুটি বাতিল করে সুন্দরবনে ইতোমধ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে। বনকর্মীরা সতর্ক থাকায় ওই শিকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক