নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে। বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই এবার মানুষ ঘরে ফিরতে পারবে। আজ সকালে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের ঈদ প্রস্ততি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কোনো যাত্রীই ঘাটে আটকে থাকবে না। সবাইকে পারাপার করা হবে তার শতভাগ নিশ্চয়তা দিলাম।
এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয়কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর মাহবুব-উল ইসলাম, মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল