বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার গরিব মানুষের সরকার। তাই প্রতি বছর অসহায় দরিদ্র ও দিনমজুর মানুষদের জন্য সরকার ঈদে ভিজিএফ-এর চাল বরাদ্দ দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। শেখ হাসিনার সরকার বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। এই সরকার দেশের অর্থায়নে পদ্মা সেতুর মতো একটি বিশাল প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হয়েছে।
তিনি বুধবার বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা, তেকানী চুকাইনগর, মধুপুর ও সোনাতলা পৌরসভার ১৩ হাজার অসহায় দরিদ্র ও দিনমজুর শ্রেণির লোকজনের মধ্যে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণকালে উপরোক্ত কথা বলেন।
শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। তাই সরকার কয়েক ধাপে রাসায়নিক সারের দাম কমিয়ে কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে এনেছে। পাশাপাশি সরকার কৃষি উপকরণে ৫০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষি উপকরণ কৃষকের হাতে তুলে দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এ ছাড়াও তিনি আগামী জুন মাসে এলজিইডির অর্থায়নে হুয়াকুয়া-হরিখালী সড়ক টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নির্ধারণ করে কাজ শুরুর নির্দেশ দেন।
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন,সোনাতলা পৈার সভার মেয়র জাঙ্গাগির আলম নান্নু, তেকানী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক, পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার