'ফেসবুকে এঁকে দিই মাগুরার ছবি' শীর্ষক আলোকচিত্র উৎসব, বির্তক প্রতিযোগিতা ও প্রাচীন মুদ্রা প্রর্দশনীর আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে এ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “খাতা-কলম”।
অনুষ্ঠানে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা সাভারের গর্ণপূর্ত বিভাগের নির্বাহী পরিচালক জোয়ারদার তাবেদুন নবী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক নারী সংসদ সদস্য কামরুল লায়লা জলি।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ ইব্রাহিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, এলিট পেইন্টের হেড অব সেলস একে এম মহিবুল্লাহ ও সাংবাদিক রূপক আইচ। অনুষ্ঠানে ফটোফাগ্রিতে শ্রেষ্ঠ ৫ জন ও বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন “খাতা-কলম”২০১৪ সালে মাগুরাতে যাত্রা শুরু করে। এ সংগঠন জেলার গরীব-অসহায়, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচিসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ।
বিডি প্রতিদিন/ফারজানা