কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টরচাপায় আবু তাহের নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এসময় চার যাত্রী আহত হয়েছেন।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ-চামটা সড়কের করিমগঞ্জের কিরাটন সমিতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ট্রাক্টর চালক ইলিয়াসকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
আবু তাহের নান্দাইল উপজেলা বারোপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, কিরাটন সমিতি বাজারের কাছে একটি ইট বোঝাই ট্রাক্টরের সাথে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় ট্রাক্টরচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়। আহতদেরকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত চারজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন