সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ সরকারি খাদ্যগোদামে ধান কেনার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে সচেতনতা সৃষ্টি ও কৃষি কাজে উৎসাহ দিতে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান ক্রয় করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামের কৃষক আমির উদ্দিন এবং সুরুজ আলীর বাড়ি থেকে ধান কিনেন।
জেলা প্রশাসক জানান, সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। তাই প্রকৃত কৃষকদের বাছাই করে তাদের কাছ থেকে ধান কেনা হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে ধান কিনে কৃষকদের এই বার্তা আমরা দিতে চাচ্ছি।
তিনি বলেন, এবার খাদ্যগোদামে কোনো ভাবেই কোনো সিন্ডিকেট ধান দিতে পারবে না। গোদামে ধান বিক্রি করতে আসা কৃষকদের হয়রানি করা হবে না। সরকার প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কিনবে। কোন মধ্যস্তত্বভোগীদের কাছ থেকে নয়।
ধান কেনার সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক উপজেলা নির্বাহী অফিসার আবেদা আফসারী, জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা প্রমুখ।
উল্লেখ্য, এর আগেও সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামে গিয়ে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কিনেছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার