বগুড়ার সোনাতলায় মাদকাসক্ত নাতির হাতে নানি জোছনা বালা (৫৫) খুন হয়েছেন।
ঘটনার পর ঘাতক নাতি সুখদেব দাসকে (২১) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার রাতে বগুড়ার সোনাতলা উপজেলার চক নন্দন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জোছনা বালা একই গ্রামের মৃত উপেন দাসের স্ত্রী।
সোনাতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) জাহিদ হোসেন জানান, হতদরিদ্র পরিবারের ছেলে সুখদেব তার নানা বাড়িতে থেকে সোনাতলা বাজারে শ্রমিকের কাজ করেন। তিনি একজন মাদকাসক্ত এবং তার মানসিক সমস্যাও রয়েছে। কোনও কারণে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার গভীর রাতে সুখদেব কাঁচি দিয়ে তার নানির পেটে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভোর ৪ টার দিকে স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পেরে সুখদেবকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
বিডি প্রতিদিন/কালাম