যশোরের চৌগাছায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মমিনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার লস্করপুর ভোগেরবিলে মাছধরা নিয়ে বিরোধের জের ধরে তার উপর এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন এলাকাবাসী। নিহত মমিনুর লস্করপুর গ্রামের শামসুদ্দিন ইসমাইলের ছেলে।
পুলিশ জানায়, ভোগের বিলে মাছধরা নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে আজ সকালে এক দফা সংঘর্ষ হয়। দুপুরে আবারও একপক্ষ আরেকপক্ষের ওপর হামলা চালিয়ে মমিনুরকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মমিনুরের বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চৌগাছা থানার ওসি রিফাত খান বলেন, বিল দখলের ঘটনা থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
বিডি-প্রতিদিন/শফিক