পঞ্চম ধাপে ১৮ জুন অনুষ্ঠিতব্য বরগুনার তালতলী উপজেলা পরিষদ নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজবি-উল কবিরের প্রার্থিতা বাতিলের নিবার্চন কমিশনের দেওয়া আদেশের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আপিল বিভাগের বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি মো. খাইরুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
১৫ জুন নিবার্চন কমিশন সচিব মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবার্চনী আচারণ বিধি লঙ্ঘন, ভ্রামম্যাণ আদালতে সরকারি কাজে বাধাঁ প্রদান, দ্বায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়।
নিবার্চন কমিশনের এই আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন রেজবি-উল কবিরের পক্ষে ব্যারিস্টার মাইনুল ইসলাম রিংকু। আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার ফজলে নুর তাপস ও সাবেক এর্টর্নি জেনালের এম কে রহমান।
বিডি প্রতিদিন/কালাম