১৮ জুন, ২০১৯ ১১:১৯

বিজয়নগরে ভোট কিনতে গিয়ে টাকাসহ প্রার্থী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিজয়নগরে ভোট কিনতে গিয়ে টাকাসহ প্রার্থী আটক

আজ মঙ্গলবার ৫ম ধাপে দেশের ২০ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটের আগের রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভোট কিনতে গেলে এক প্রার্থীকে টাকাসহ আটক করে থানায় সোপার্দ করেছেন স্থানীয় ভোটাররা।

পুলিশ জানায়, সোমবার রাত ১২টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের সামছু মেম্বারের বাড়ির সামনে ভোট কিনতে গেলে স্থানীয় জনতা স্বতন্ত্র প্রার্থী দোয়াত কলম প্রতীকের মোশাহেদকে ১৭ হাজার ৫শ’ টাকাসহ আটক করে।

খবর পেয়ে  পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দীপ তালুকদার ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা টাকাসহ তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দীপ তালুকদার বলেন, নির্বাচনের আগের দিন আচরণ বিধি লঙ্ঘন করে টাকা দিয়ে ভোট কিনতে গেলে স্থানীয় জনতা আটক পুলিশের নিকট সোপর্দ করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাত ৩টার দিকে থানায় মোশাহেদকে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর