কটিয়াদী উপজেলার পৌর সদরের কটিয়াদী ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ২০৩ জন। বেলা পৌনে ১১টা পর্যন্ত এ কেন্দ্রে কাস্টিং হয়েছে ৫০টি ভোট। মঙ্গলবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরুর পর থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ কেন্দ্রে ভোটারদের কোন লাইন পাওয়া যায়নি।
বিদ্যালয় প্রাঙ্গণে একজন পুলিশ সদস্যকে বসে অলস সময় কাটাতে দেখা গেছে। প্রিসাইডিং অফিসার মো. ছানাউল্লাহ জানান, একজন দু’জন করে ভোটাররা কেন্দ্রে এসে ভোট প্রদান করছেন। বিকালের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়তে পারে বলে তিনি ধারণা করা হচ্ছে। এ কেন্দ্রে দেখা মেলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দোয়াত-কলম প্রতীকের লায়ন আলী আকবরের। তিনি জানান, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে।
আচমিতা জর্জ ইনস্টিটিউশন কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬০৩ জন। সকাল সোয়া ৯টা পর্যন্ত এ কেন্দ্র্রে একজন মাত্র ভোট প্রদান করেন। প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমান বলেন, ভোটার উপস্থিতি কম হলেও আমরা ভোট গ্রহণের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবো।
কটিয়াদী উপজেলার আরও বেশ কটি কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, সেসব কেন্দ্রেও ভোটার উপস্থিতি একেবারেই কম। ভোটারদের উপস্থিতি কম হলেও ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মত। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া বিজিবি, র্যাব ও পুলিশের স্ট্রাইকিং ফোর্সকে টহল দিতে দেখা গেছে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান মোবাইল টিমও আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক