১৮ জুন, ২০১৯ ১৪:১৭

শেরপুরে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

শেরপুর প্রতিনিধি :

শেরপুরে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

শেরপুরে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিড়ির উপর শুল্ক কমিয়ে বিড়ির দাম কমানোসহ ৮ দফা ও এ শিল্পকে টিকিয়ে রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচিতে কয়েক হাজার শ্রমিক উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার সকাল ১১ টায় শহরের নবীনগর বাস টার্মিনাল সংলগ্ন শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং মানববন্ধন পালন করা হয়। এসময় সংযুক্ত শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি তালত মাহমুদ, বিড়ি শ্রমিক ফেডারেশনের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান ঠান্ডা, শ্রমিক নেত্রী সুমিতা দেবী প্রমুখ বক্তব্য রাখেন।

শ্রমিকদের সড়ক অবরোধে প্রায় আধাঘন্টা শেরপুর-ময়মনসিংহ-ঢাকা সড়কের সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। পরে শ্রমিকরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেয়। এর আগে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর