১৯ জুন, ২০১৯ ১৬:০৪

ইউপি চেয়ারম্যান ও মাছ বিক্রেতাকে মারপিট, এসআই'র বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি

ইউপি চেয়ারম্যান ও মাছ বিক্রেতাকে মারপিট, এসআই'র বিরুদ্ধে মামলা

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও এক মাছ বিক্রেতাকে মারপিট করার অভিযোগে কিশোরগঞ্জের ইটনা থানার এসআই রোকন উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আজ বুধবার কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৪ এ মামলাটি দায়ের করেন ইটনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ মিয়া।

বিচারক নূরুল আবছার মামলাটি আমলে নিয়ে পিবিআই-এর অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে আগামী ২৫ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ২৯ মে দুপুরে এসআই রোকন সাদা পোশাকে ইটনা বাজারে মাছ কিনতে যান। তিনি মাছ বিক্রেতা তুলুর কাছ থেকে জোরপূর্বক ব্যাগে মাছ ভরে কম মূল্য দিতে চাইলে তুলু বাধা দেন। এ নিয়ে তুলুর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে এসআই রোকন তুলুকে মারপিট করেন। এসময় তার চিৎকারে ইউপি চেয়ারম্যান সোহাগসহ স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রতিবাদ জানান। এতে এসআই রোকন ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানকেও মারপিট করতে থাকেন। এ সময় শত শত মানুষ আসতে থাকলে এসআই রোকন চেয়ারম্যানকে ছেড়ে দেন। বিকালে আরও পুলিশ নিয়ে এসআই রোকন ইটনা মধ্যগ্রাম নয়াহাটি গ্রামে চেয়ারম্যানের বাড়িতে গিয়ে তার বৃদ্ধা মা সাফিয়া আক্তার ও স্ত্রী জুয়েনা আক্তারকে গালিগালাজ করেন। এমনকি ঘরের জিনিসপত্র ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যান।
ঘটনার পর স্থানীয় লোকজন এসআই রোকনের বিচার দাবি করে বিক্ষোভ করেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর