শিরোনাম
২০ জুন, ২০১৯ ১৩:৫৭

যুবলীগ নেতা মনিরুল হত্যা মামলায় ৯ জনের ফাঁসি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

যুবলীগ নেতা মনিরুল হত্যা মামলায় ৯ জনের ফাঁসি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিএন্ডএফ ব্যবসায়ী ও যুবলীগ নেতা মনিরুল হত্যা মামলায় নয় জনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আট আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এই মামলায় সাজ্জাপ্রাপ্তদের মধ্যে তিন জন পলাতক রয়েছেন।

মৃত্যদণ্ড প্রাপ্তরা হলেন, তৎকালীন সিএন্ডএফ এজেন্ট এ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক আখেরুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম মুন্সী, তোহরুল ইসলাম ওরফে টুটুল, আব্দুল মালেক, সিরাজুল ইসলাম, শরীফুল ইসলাম ওরফে শরীফ, মো. মাসুদ (পলাতক), সিরাজুল ইসলাম ওরফে সেন্টু, আব্দুস সালাম (পলাতক)। 

অন্যদিকে যাবজ্জীবন প্রাপ্তরা হলেন, মোসা. পারুল বেগম (পলাতক) ও মো. মাসুদ ওরফে লালচান।  

আদালত দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থ দণ্ড দিয়েছেন। এদিকে মামলার রায়ে মো. সেলিম রেজা, সেনাউল ইসলাম ও খাইরুল ইসলামকে খালাস প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ অক্টোবর সন্ধ্যায় সিএন্ডএফ ব্যবসায়ী ও যুবলীগ নেতা মনিরুল ইসলামকে শিবগঞ্জ স্টেডিয়ামের কাছে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনার পরের দিনে নিহত মনিরুলের স্ত্রী রহিমা খাতুন ১৪ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর