২০ জুন, ২০১৯ ১৪:১৫

পঞ্চগড়ের গ্রাম আদালতের কার্যক্রম দেশের দ্বিতীয়

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের গ্রাম আদালতের কার্যক্রম দেশের দ্বিতীয়

পঞ্চগড়ের ৪৩ ইউনিয়নের গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় পঞ্চগড়ে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।

সিনিয়র সহকারী জজ মো. জয়নাল আবেদীন, সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট মেনহাজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাঈম হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক এহেতেশাম রেজা, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. আহসান হাবিব, জেলা প্রকল্প সমন্বয়ক মো. আমির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 

সভায় ৫ উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান এবং জেলার ৪৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অংশ নেন।

গত ২২ মাসে জেলার ৫ উপজেলা ৪৩ ইউনিয়নে দাখিলকৃত মোট মামলার ৮২ শতাংশ মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং ৯৫ শতাংশ মামলার রায় বাস্তবায়ন করা হয়েছে বলে সভায় তথ্য তুলে ধরা হয়। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর