লালমনিরহাটের হাতীবান্ধায় জায়গা জমির ভাগাভাগি নিয়ে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাতীবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের কেরামত আলীর ছেলে আব্দুল হাইয়ের সাথে পৈত্রিক সূত্রে পাওয়া প্রায় ৩ একর জমি ভাগাভাগি নিয়ে তার ভাতিজা আবুল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে এবং আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। স্থানীয়রা জানায়, সোমবার সকালে চাচা আব্দুল হাইয়ের দখলে থাকা জমি দখলে নিতে যায় ভাতিজা আবুল হোসেন ও তার লোকজন। এ সময় চাচা আব্দুল হাই ও তার লোকজন বাধা দিলে-উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। উক্ত সংঘর্ষে আব্দুল হাই, রবিউল, যাদু মিয়া, এরশাদ আলী, মোন্নাফ, মাসুদসহ উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে আব্দুল হাই, মোন্নাফ ও রবিউলসহ ৪জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন