বরিশালে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় এক মাছ ব্যবসায়ীকে ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কবির উদ্দিন প্রামানিক আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডিত নিতাই চন্দ্র দাস ময়মনসিংহ জেলার কালিকাপুরের পল্লব চন্দ্র দাসের ছেলে।
আদালত সূত্র জানায়, পরিচয়ের সূত্র ধরে ২০১৭ সালের ২ জানুয়ারী নগরীর পোর্ট রোডের মাছ ব্যবসায়ী নাসির উদ্দিন সরদারের কাছ থেকে ৫ লাখ টাকা ধার নেয় নিতাই চন্দ্র। পরে প্রয়োজনে টাকা ফেরত চাইলে নিতাই ২ লাখ ৯০ হাজার টাকা দেয়। এছাড়া একই বছর ৩১ ডিসেম্বর বাকী ২ লাখ ১০ হাজার টাকা ফেরত দিতে সে নন জুডিসিয়াল স্ট্যাম্পের মাধ্যমে অঙ্গীকার করে। কিন্তু পরবর্তীতে নিতাই চন্দ্র টাকা ফেরত না দেয়ায় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারী তাকে আইনি নোটিশ দেয় নাসির উদ্দিন। নোটিশের কোন জবাব না দেয়ায় একই বছরের ৮ মার্চ আদালতে মামলা দায়ের করে। আদালত ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার