চুয়াডাঙ্গার দর্শনায় যুবলীগ কর্মী নঈম উদ্দিন পল্টু (৩৫) হত্যা মামলার চার দিন পেরিয়ে গেলেও কোনো আসামি এখনও গ্রেফতার হয়নি। ইতিমধ্যেই একই দলের সাত নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি আসামিদের গ্রেফতারে কাজ করছে তারা।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, গত শুক্রবার উপজেলার দর্শনায় যুবলীগ কর্মী পল্টুকে ছুরিকাঘাত করে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পল্টুর ভাই মঈন উদ্দিন মন্টু বাদী হয়ে শনিবার দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এতে আসামি করা হয়, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আসমান আলী তোতা, সহ-সম্পাদক আব্দুল মান্নান খান, যুবলীগ কর্মী দিপু রেজা, সাইফুল ইসলাম বাংলা, মো. আলম, মো. সোহেল, মো. আশিকসহ অজ্ঞাত ১০/১২ জন।
প্রসঙ্গত, গত শুক্রবার বিকালে দর্শনা রেলইয়ার্ডের কাছে বসে ছিল নঈম উদ্দিন পল্টু ও তার বন্ধু মঞ্জুরুল ইসলাম। এসময় কয়েক যুবক অতর্কিত তাদের উপর হামলা চালায়। এতে পল্টু ও মঞ্জুরুল মারাত্মক আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পল্টুকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/হিমেল