ফুলবাড়ি ট্রাজেডি দিবস উপলক্ষে নীলফামারীতে মৌন মিছিল করেছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
সোমবার দুপুরে শহরের কালিবাড়ি থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শ্রীদাম দাস। বক্তব্য দেন আতিয়ার রহমান, স্মরণী বিশ্বাস, ইউনুস আলী, মোস্তাক আহমেদ, প্রিন্স চাকলাদার প্রমুখ। পরে ফুলবাড়ি ট্রাজেডিতে নিহতদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সমাবেশে বক্তারা উল্লেখ করেন রক্তে লেখা ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে। জ্বালানি নিয়ে দেশি বিদেশী ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
ফুলবাড়ি, বিরামপুর, নবাবগঞ্জ, পার্বতীপুর, বড়পুকুরিয়াসহ উত্তরবঙ্গ ধ্বংস করে ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনির চক্রান্ত বন্ধ করতে হবে।
এছাড়াও নেতৃবৃন্দের নামে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা।
প্রসঙ্গত ২০০৬সালের ২৬আগস্ট ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন আমিনুর, সালেকিন ও তরিকুল।
২০০৭ সাল থেকে এদিনটিকে ফুলবাড়ি ট্রাজেডি দিবস হিসেবে উদযাপন করে আসছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন