বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে থেকে রবিবার রাত ৯টার সময় দুই লাখ হুন্ডির টাকাসহ চয়ন বিশ্বাস (৩২) নামে এক ভারতীয ট্রাক ড্রাইভারকে আটক করেছে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। আটক চয়ন বিশ্বাস ভারতে ২৪ পরগনা জেলার বনগাঁ থানা গোবকনগর গ্রামের নারায়ন বিশ্বাসের ছেলে।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতীয় এক ট্রাক ড্রাইভার জুতার ভিতর করে হুনডির টাকা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে ইমিগ্রেশনের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে দুই লাখ হুন্ডির টাকাসহ চয়ন বিশ্বাসকে হাতেনাতে আটক করেন। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার