বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বর) রায়হান হোসেনকে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে ওই উপজেলার মাহিলাড়া-নলচিড়া রোডের পাকা ব্রিজ সংলগ্ন নির্মল মন্ডলের চায়ের দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় থানার এসআই মো. তৌহিদুজ্জামান বাদী ওই রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। রায়হান মেম্বার উপজেলার দক্ষিণ নাঠৈ গ্রামের আব্দুল হক বেপারীর ছেলে এবং সে একাধিক মাদক মামলার আসামি।
গ্রেফতারকৃত রায়হানকে সোমবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার