পঞ্চগড়ের বিলুপ্ত গাড়াতি ছিটমহলে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিলুপ্ত গাড়াতি ছিটমহলের মফিজার রহমান কলেজ মাঠে এই ক্যাম্পে বিলুপ্ত ছিটমহলবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও এসডিজি সমন্বয়ক (বাংলাদেশ বিষয়ক) প্রফেসর ড. মো. আমজাদ হোসেন,সিভিল সার্জন ডা. মুহাম্মদ নিজামউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ৩টি ডিজিটাল ডিসপ্লে মনিটর স্থাপন করে মাদক বিরোধী সচেতনতামূলক প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চলতি বছরের শুরুতে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের উদ্যোগে পঞ্চগড়ের বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী, চা শ্রমিক, পাথর শ্রমিক, বিলুপ্ত ছিটমহল ও অনগ্রসর জনগোষ্ঠীর দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা ক্লিনিক কার্যক্রম শুরু হয়। এই ক্লিনিকের মাধ্যমে ওই সকল এলাকায় প্রতি সপ্তাহে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাপত্র ও ওষুধ সরবরাহ করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা গাড়িতে করে ওষুধ নিয়ে তাদের দোর গোড়ায় গিয়ে চিকিৎসা দিয়ে আসেন। এ পর্যন্ত ১৬ হাজারেরও বেশি মানুষকে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা ক্লিনিকের মাধ্যমে সেবা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার