তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, ফুলবাড়ী কয়লা খনি নিয়ে এখনও দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। ফুলবাড়ীর গণআন্দোলন শুধু বিদেশী কোম্পানীর বিরুদ্ধেই নয়, বিদেশী স্বার্থ রক্ষাকারী সরকারের বিরুদ্ধেও একটি বড় বার্তা।
সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী গণআন্দোলনের ১৩ বছর পূর্তি ও ফুলবাড়ী দিবস উপলক্ষে জনসমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আগামী ২৩ অক্টোবরের মধ্যে ফুলবাড়ীবাসীর সাথে করা ৬ দফা চুক্তি বাস্তায়নের আল্টিমেটাম দেন।
ফুলবাড়ী দিবস উপলক্ষে স্থানীয় নিমতলা মোড়ে সমাবেশে ফুলবাড়ী শাখার ভারপ্রাপ্ত আহবায়ক হামিদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিটির কেন্দ্রিয় সদস্য ও গণফ্রন্টের সম্বনয়ক টিপু বিশ্বাস, গণসংহতি আন্দোলনের কেন্দ্রিয় সম্বনয়ক জুনায়েদ সাকি, সিপিবি’র পলিটব্যুরো সদস্য শাহিন রহমান, ইউনাইটেড কমিনিউস্ট লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য নজরুল ইসলাম, বাসদ (মার্কবাদি) এর কেন্দ্রিয় সদস্য শুভ্রাংশু চক্রবর্তি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনছার আলী দুলাল, ওয়ার্কার্স পাটির কেন্দ্রিয় সদস্য সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুসহ স্থানীয় নেতৃবৃন্দগণ।
এছাড়াও সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী বাজার থেকে সম্মিলিত পেশাজীবী সংগঠনের ব্যানারে শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ২০০৬ সালে অন্দোলনে নিহতদের শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সকাল ১০টায় নিমতলা মোড়ে আনু মুহম্মদ এর নেতৃত্বে একটি শোক র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আমিন, সালেকিন ও তরিকুলের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে।
বিডি প্রতিদিন/হিমেল