'খেলাধুলা কর, মাদক থেকে দূরে থাকো' শ্লোগানকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে এলইডি কাপক্রিকেট টুর্নামেন্ট। সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জের আটি মনোয়ারা জুট মিলস মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ ক্রিকেট টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক নাসিক ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক হাসান। সিদ্ধিরগঞ্জে নিউ শাপলা স্পোর্টিং ক্লাব এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে।
এসময় অন্যদের মধ্যে ছিলেন- মো. মফিজ উদ্দিন, শামিম আহামেদ, শফিকুল ইসলাম শফি, কবির হোসেন, নাসির উদ্দিন, জাকির হোসেন, সুজন, জাহিদুল ইসলাম ও মো. মাসুম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক নাসিক ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক হাসান বলেন, খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে এবং মাদক মুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা চাচ্ছেন দেশ থেকে মাদক নির্মুল করতে। তাই তার কর্মী হিসাবে প্রতিটি পাড়া মহল্লায় বেশী বেশী করে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজনের উদ্যোগ নিব আমরা। মাদক ও নেশা মুক্ত যুবকরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ বলে উল্লেখ করেন তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম