নাটোরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক আব্দুল হাকিমকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার বিকেলে তাকে বিদ্যালয় ক্যাম্পাস থেকে আটক করা হয়।
জানা যায়, নাটোরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে রবিবার সকালে শারীরিক শিক্ষক আব্দুল হাকিম জড়িয়ে ধরে। ছাত্রীটি বাড়িতে তার বাবা আব্দুর রহিমকে বিষয়টি বলে। পরে ছাত্রীর বাবা গণমাধ্যম কর্মী নাসিম উদ্দীন নাসিমকে সাথে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনকে বিষয়টি জানান।
অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন আখতারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। সোমবার দুপুরে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষককে ডিবি পুলিশ স্কুল থেকে আটক করে।
ডিবি পুলিশের ওসি সৈকত হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন