মাগুরায় পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মাগুরা সদরের কুকিলা ও গাংনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হল, মাগুরা সদর উপজেলার কুকিলা গ্রামের আতর আলীর ছেলে ওয়াজকুরুনি (৫) ও গাংনালিয়া গ্রামের এনামুল মোল্যার ছেলে আকায়ন মোল্যা (২)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে শিশু ওয়াজকুরুনি বাড়ির পাশের একটি পুকুরে অন্য শিশুদের সাথে গোসল করার সময় পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পাওয়া যায়।
এদিকে মাগুরা সদর উপজেলার গাংনালিয়া গ্রামের শিশু আকায়ন আজ বিকাল ৪টার দিকে বাড়ির পাশের একটি ডোবার পানিতে ডুবে মারা যায়। এ সময় আকায়নের মা-বাবা পাট বাছার কাজে ব্যস্ত ছিল। শিশু আকায়ন পাশেই খেলা করছিল। এ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের একটি ডোবার পানিতে তাকে মৃত অবস্থায় ভাসতে দেখা যায়।
বিডি প্রতিদিন/হিমেল