কক্সবাজারের টেকনাফে সন্দেহভাজন চারজন মিয়ানমারে নাগরিককে আটকের কথা জানিয়েছে বিজিবি। রবিবার দিবাগত রাত ১১টা দিকে তাদের টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে। সোমবার রাত আটটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।
তিনি বলেন, নাফ নদী পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবির টহল দলের সদস্যরা সহেন্দভাজন চারজনকে আটক করা হয়। তারা মিয়ানমারের নাগরিক বলে স্বীকারোক্তি দিয়েছেন। তাদেরকে সন্দেহ হওয়ায় ওই চারজনকে বিজিবির হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব