বেনাপোল সীমান্তের স্বরবানহুদা গ্রাম থেকে ৬ কেজি গাঁজাসহ মো. সাইফুল (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টায় আসামির নিজ বাড়ি থেকে মাদকসহ তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু লাল দাস গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বরবানহুদা গ্রামের সাইফুলের বাড়ি তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। এসময় তিনটি প্যাকেটে থাকা ছয় কেজি গাঁজা জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক