রাজধানীর ওয়ারী এলাকায় সড়ক দুর্ঘটনায় তাতালু (২৩) নামে এক পরিচ্ছন্নকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাইসাইকেলে করে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান গণমাধ্যমকে জানান, নিহত তাতালু পরিচ্ছন্নকর্মী ছিলেন। সে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন।
বিডি-প্রতিদিন/শফিক