গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও রিকশাভ্যানের সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা সংলগ্ন নন্দন পার্ক এলাকায় নবীনগর-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নজরুল (৪০) ও রুবেল (৩৫)। রুবেলের বাড়ি শরিয়তপুর এবং নজরুলের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তারা উভয়েই স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন।
কোনাবাড়ী এলাকায় অবস্থিত সালনা হাইওয়ে থানার ওসি মো. মজিবুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে নন্দন পার্ক এলাকায় টাঙ্গাইলগামী কাভার্ডভ্যানের সাথে রিকশাভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্থানীয় এক কারখানার দুই শ্রমিক নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন