লালমনিহাট আদিতমারী উপজেলার নামুড়ী এলাকায় ট্রাক চাপায় সোহরাব হোসেন (৬০) নামে একজনের নিহত হয়েছে। নিহত সোহবার জেলার কালিগঞ্জের শিয়ালখোওয়া গ্রামের রোস্তম আলীর পুত্র । সোহরাব বাড়ি থেকে মটরসাইকেল যোগে লালমনিরহাট যাওয়ার পথে বুুড়িমারিগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
এদিকে রংপুরের পীরগাছার উপজেলার অন্নদানগরে ইট বোঝাই ট্রলি চাপায় আজিরন বেওয়া (৫৪) নামে এক গৃহবধুর নিহত হয়। সে ওই এলাকার আতাহার আলীর স্ত্রী। রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
অন্যদিকে ঢাকা রংপুর মহাসড়কের বড়দরগা এলাকায় ট্রাক চাপায় আশাদ (২৮) নামে এক যুবক নিহত হয়। তার বাড়ি শানের হাট গ্রামে। সে ওই এলাকার উমর আলী ছেলে। আশাদ বাড়ী থেকে পীরগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ওসি সরোশ কুমার রায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ