ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের অডিটোরিয়ামে আজ এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মো. শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সার্ভিল্যান্স ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. সুবল চন্দ্র সাহা, গাইনী পরামর্শক ডা. জান্নাত পারভীন, ডা. খন্দকার নাঈম হাসান, ডা. আব্দুল্লা আল মামুন প্রমূখ। পরে প্রধান অতিথি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল