বগুড়া সদর থানা পুলিশ ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। তার নাম আব্দুল মালেক (৫৫)। তিনি শহরের উত্তর কাটনারপাড়া হটু মিয়া লেনের রিয়াজ উদ্দিনের ছেলে।
সোমবার রাত ১১টার দিকে তাকে নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে জেলার অর্থঋণ আদালতের একটি মামলায় ৬ মাসের সাজা হয়েছে।
সদর থানার সেকেন্ড অফিসার মঞ্জুরুল হক ভুঞা জানান, এএসআই সালামসহ সঙ্গীয় ফোর্স সাজাপ্রাপ্ত আসামি মালেককে গ্রেফতার করেন।
বিডি প্রতিদিন/কালাম