নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত মোক্তার হোসেন নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার কামতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সিদ্ধিরগঞ্জের শিমুল পাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক জানান, ২০০৭ সালের অস্ত্র আইনের একটি মামলায় ১৪ বছর এবং অপর একটি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোক্তার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন