নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীর স্বামীকে এসিড নিক্ষেপের ঘটনায় চারজন অজ্ঞাতনামাসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে এসিডে আহত নাছির উদ্দিন নিজেই বাদী হয়ে চরজব্বার থানায় এ মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, এজাহারটি সোমবার সন্ধ্যায় আহত নাছিরের উদ্দিনের পক্ষে তার পরিবারের লোকজন একটি লিখিত অভিযোগ দেয়। পরে রাতে অভিযোগটি মামলা আকারে গ্রহণ করা হয়েছে।
এ দিকে আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালে আহত নাছিরকে দেখতে যান নোয়াখালী পুলিশ সুপার। এ সময় তিনি আসামিদের গ্রেফতারপূর্বক সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
গত রবিবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করে নাছির উদ্দিনে। রাতে বাড়ি গেলে দুর্বৃত্তরা তাকে এসিড নিক্ষেপ করে। এতে তার শরীরের ৯ শতাংশ ঝলসে যায়। বর্তমানে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/এ মজুমদার